নিজের নামে রিংটোন বানান সহজেই – Website ব্যবহার করে
আপনি কি চান আপনার মোবাইল বাজলেই আপনার নামটি উচ্চারণ করে রিংটোন বাজুক? আজ আমি দেখাবো কিভাবে আপনি কোনো অ্যাপ ছাড়াই শুধু মাত্র একটি ওয়েবসাইট ব্যবহার করে নিজের নামের রিংটোন বানাতে পারেন।
রিংটোন বানানোর ধাপ
- আপনার মোবাইলের ব্রাউজার দিয়ে fdmr.in ওয়েবসাইটে যান
- “Enter Your Name” বক্সে আপনার নাম লিখুন
যেমনঃ Suman, please pick up the call - আপনার পছন্দমতো voice সিলেক্ট করুন (Male/Female)
- “Make Ringtone” বাটনে ক্লিক করুন
- রিংটোন তৈরি হয়ে গেলে নিচে “Download” বাটনে ক্লিক করে ডাউনলোড করুন
- ডাউনলোড হওয়া ফাইলটিকে আপনার মোবাইলে ringtone হিসেবে সেট করুন
এইভাবে আপনি কোনো অ্যাপ ছাড়াই একদম ফ্রি-তে নিজের নামের স্টাইলিশ রিংটোন তৈরি করতে পারবেন। আপনি যদি চান আপনার নাম শুনেই মোবাইল বেজে উঠুক, তাহলে fdmr.in সাইটটি একবার ট্রাই করুন।
এমন আরও মজার পোস্ট পেতে আমাদের ব্লগ SmicroT–এর সাথেই থাকুন।
0 মন্তব্যসমূহ
একটা কমেন্ট মানেই অনেক বড় অনুপ্রেরণা! তাই চুপচাপ দেখে পালিয়ে যেও না